সারাদেশ

টাঙ্গাইলে চাঁদার দাবীতে পুকুর খননের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পুকুর খনন কাজ স্থানীয় চাঁদাবাজরা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে রোববার (৯ মে) দুপুরে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের পাকুটিয়া গ্রামের আব্দুল বারী মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলর পাকুটিয়া এলাকায় মাটি কাটার মেশিন স্থাপন করে পুকুর খননের কাজ শুরু করে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আব্দুল মজিদ তোতা (৭০), দুলাল (৫৫), মোঃ সেলিম (৫৫), আব্দুল লতিফ (৪৫),মোঃ ইমন(৩২), মোঃ রফিক (৩৮), জয়নাল (৪৮), সোহেল (৩৫), মাসুদ (৩৩) মিলে পুকুর খননের কাজে বাধা প্রদান করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বিবাদীরা বাদী আব্দুল বারী মিয়াকে খুন জখমের হুমকি দিয়ে পুকুর খনন কাজ বন্ধ করে দেয়। তাদের ভয়ে ওই জমিতে পুকুর খননের কাজ করতে পারছেন না। এর প্রতিকার চেয়ে আব্দুল বারী মিয়া কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে বিবাদী আব্দুল মজিদ তোতা জানান, চাঁদা দাবীর অভিযোগটি মিথ্যা। আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগটি করা হয়েছে।