সারাদেশ

টাঙ্গাইলে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আটক ১

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে রসুলপুর গ্রামে আমা গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছে ১ যুবক । সোমবার ( ১৫ মার্চ) রাত ১১ টায় সময় উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর দক্ষিন পাড়া গ্রামে, আম গাছ কাটাকে কেন্দ্র করে কাঁচা রাস্তার উপর এক সংঘর্ষে ঐ গ্রামের মোছব আলীর ছেলে আঃ ছালাম (৩০) গুরুতর আহত হওয়া, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে ছালাম।

এ ঘটনায় ১৬ মার্চ ৬ নং ক্রমিকে নাগরপুর থানায়, নিহতের স্ত্রী সুমাইয়া বেগম বাদী হয়ে ১টি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নাগরপুর থানায় অভিযোগ ও মামলা হতেই তদন্তকারী চৌকস পুলিশ অফিসার নাগরপুর থানার তদন্ত ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে মূল আসামি একই গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে বাবু খান (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় আমাদের কাছে অভিযোগ দেয়ায় তদন্ত পূর্বক মামলা গ্রহণ করি। ইনস্পেক্টর তদন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে এ মামলার ১ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে। তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।