টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২০১গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১৯ মার্চ) মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরো জানান,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতোমধ্যে বাংলাদেশেও এ রোগে আক্রান্ত হয়েছে বেশ কয়েক জন। যার ফলে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার মুসল্লি ও দর্শনার্থীদের করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।