টাঙ্গাইলে করোনায় সংক্রমণ প্রতিরোধে নিরাপদ বাজার ব্যবস্থাপনা র্যাবের।
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখতে র্যাব ১২ এর উদ্যোগে অভিনব পদ্ধতিতে নিরাপদ বাজার ব্যবস্থাপনা শুরু করেছে। টাঙ্গাইল শহরের বটতলা বাজার, পার্কের বাজার’সহ অন্যান্য বাজারগুলোতে র্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমন এড়াতে এবং বর্তমান পরিস্থীতিতে প্রত্যেকটি বাজারে জনসমাগম কমাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আমরা র্যাব-১২ এর পক্ষ থেকে ব্যতিক্রমী নিরাপদ এ উদ্যোগ গ্রহণ করেছি। এখানে বাজার করতে আসা সকলকে জীবানুনাশক স্প্রে দিয়ে নিদিষ্ট লাইনে বাজার করতে হবে। বাজার শেষে দুটি বের হওয়ার রাস্তা রয়েছে। সেখানেও জীবানুনাশক স্প্রে দিয়ে বের হতে হবে। আমরা চাই সবাই লাইন মেনে চলবে এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাবে।