সারাদেশ

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ১১ জনের কারাদণ্ড

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে রাতের আঁধারে টাঙ্গাইলের এলেংজানী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি মহল। এতে নদীর উপরের সেতুসহ ভাঙনের হুমকিতে রয়েছে নদীটির দুপাড়। ক্ষতি হলেও মহলটির ভয়ে নিশ্চুপ ছিল এলাকাবাসী। তবে এবার সেই মহলের মুলহোতাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে স্বস্তি এসেছে এলাকাবাসীর জন মনে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মধ্যে রাতে, র‍্যাবের সহযোগিতায়, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এ সময় র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান সদস্যরা অভিযানে মাটি কাটার মূল হোতা ঘারিন্দা ইউনিয়নের উত্তর তাড়টিয়া এলাকার উজ্জ্বল মিয়াকে তিন মাস, রায়হানকে সাতদিন ও বাকী ৯ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারায় ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’