টাঙ্গাইলের দেলদুয়ার জুয়া আসর থেকে নগদ টাকা’সহ ৫ জন গ্রেফতার করেছে র্যাব
মোঃ শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জুয়া খেলার আসর থেকে নগদ টাকা’সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার (২৫ মে) ভোরে গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে দেলদুয়ার উপজেলার কুমুরিয়া গ্রামে মোঃ হারুনের চা’ এর দোকানের ভিতর অভিযান চালিয়ে মৃত- আব্দুল লতিফের ছেলে শওকত আকবর (৪৫), জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫), মৃত- মনতাজ মন্ডলের ছেলে, শাহিন মন্ডল (২৮), মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৫০) ও জালাল উদ্দিনের ছেলে বাবুল (২৯), কে এক বান্ডেল তাস এবং জুয়া খেলার নগদ ৩,২৯০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এদের সবাই কুমুরিয়া গ্রামের ।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।