টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের দশ হাজার টাকা জরিমানা
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তার জায়গা দখল ও জনভোগান্তি সৃষ্টি করে ব্যবসা পরিচালনার দায়ে সাতজনকে দশ হাজার টাকা জরিমানা এবং দুটি ড্রেজার মেশিনসহ প্রায় ৩০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
রবিবার (১৪মার্চ) উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে ও কোকডহরা ইউনিয়নের কুটুরিয়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা এবং ড্রেজার মেশিনসহ প্রায় ৩০০০ ফুট পাইপ ধ্বংস করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান। এসময় জনস্বার্থে প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
