জাতীয়

টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগ সাথীদের উপর সাদপন্হী অনুসারীদের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভকরেছে মুসল্লীরা

সিরাজগঞ্জ নিউজ২৪.ডেক্স ঃ

টঙ্গী ইজতেমা মাঠে তিন চিল্লার সাথীদের জোড় উপলক্ষে কর্মরত তাবলীগ সাথী ও ছাত্রদের উপর সাদপন্থী ওয়াসিকুল ইসলাম অনুসারীদের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে মুসল্লীরা।

রবিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী মহল্লায় জেলা তাবলীগ মার্কাস মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা মাঠে কর্মরত গত ১ ডিসেম্বর শনিবার সকালে টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালায় মওলানা সাদ অনুসারীরা।

এ ঘটনায় তিনজন নিহত ও ৫ শতাধিক মুসল্লী আহত হয়েছে দাবী করে বক্তারা আরও বলেন, এই হামলার মূল হোতা ওয়াসিকুল ইসলাম ও হামলায় অংশ নেয়া নুরুল ইসলাম শাহাবুদ্দিন, আবু বক্কার ও ডা. জুয়েল গংদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

বঙ্গবন্ধুকে ইসলাম বান্ধব উল্লেখ করে প্রধামন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বক্তার আরও বলেন, এই কুলাঙ্গারদের বিচার করলে বাংলার মানুষ আপনাকে মাথার মুকুট করে রাখবে। এ সময় ১৮-২০ জানুয়ারী প্রথম ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবী জানান বক্তারা।
এ সময় বিক্ষুব্ধ মুসল্লীরা মওলানা সাদ বিরোধী শ্লোগান দিতে থাকেন এবং টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারীদের ফাঁসির দাবী জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মার্কাস মসজিদের আহলে শূরা মওলানা আব্দুর রশিদ, নর্দান ফ্লাওয়ার মিলস জামে মসজিদের খতিব মুফতী আব্দুল্লাহ সিরাজী, সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মওলানা মোঃ গোলাম রহমান, মওলানা আব্দুস সামাদ ও ওলামার সূরা সদস্য মুফতি মওলানা মোস্তফা কামাল।