উল্লাপাড়া

ঝড়ে গেল উল্লাপাড়া সাংস্কৃতি অঙ্গনের এক নক্ষত্র

উল্লাপাড়া প্রতিনিধিঃ

ঝড়ে গেলো উল্লাপাড়া সংস্কৃতি অঙ্গনের এক নক্ষত্র । অতি পরিচিত মুখ আচল সাহা আমাদের ছেড়ে হারিয়ে গেলো অচেনা দেশে । রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার বাড্ডা মহিলা হোস্টেলে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে ।

আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি । আচল সাহা উল্লাপাড়ার সকল সাংস্কৃতিক অঙ্গনের মধ্য মনি ছিলেন । উল্লাপাড়া শহিদ কোচিং স্কুল এর শিক্ষিকা নিলা সাহার একমাত্র কন্যা আচল সাহা । আচক সাহা অল্প সময়ের মধ্যে নাচ,গান করে উল্লাপাড়ার মানুষের মন আকৃষ্ট করেছিলো । আঁচলের বাড়ি উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া গ্রামে।

সে ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী । তার লাশ ময়না তদন্ত শেষে সোমবার উল্লাপাড়ায় আনা হচ্ছে । উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতি শ্বসানে তার শেষ কৃত করা হবে।

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ  ১৫/০৮/২০২২