জ্ঞানদায়িনী স্কুলের প্রাক্তন ছাত্রদের ১মপূর্ণমিলনীর’১৮ উপলক্ষে স্মরনিকা জাগরণের মোড়ক উন্মোচন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শীর্ষ স্হানীয় বিদ্যাপিঠ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনীর উদযাপন কমিটির-২০১৮আয়োজনে, বিদ্যালয়ের প্রাক্তনছাত্রদের ১মপূর্ণমিলনীর স্মরনিকা জাগরণের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি-২০১৯) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে জাগরণ স্মরনিকার মোড়ক উন্মোচন করেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তণছাত্র ও পূর্ণমিলনীর উদযাপন কমিটির’১৮ এর প্রধান উপদেষ্টা পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।এসময় উপস্হিত ছিলেন, প্রাক্তণ ছাত্র,পূর্নমিলনী’১৮ এর আহবায়ক সাংবাদিক ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল, প্রাক্তন ছাত্র জাহাঙ্গর আলম রতন, গাজী শফিকুল ইসলাম, সাইদুর রহমান বাচ্চু, নবকুমার কর্মকার,ফুলাদ হায়দার খান, সাংবাদিক হীরক গুন,সাংবাদিক রিংকু কুন্ডু, সুলতান মাহমুদ, আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।