সিরাজগঞ্জ

জেলা প্রশাসকের উদ্যোগে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অফিস কার্যালয় থেকে শীত বস্ত্র (কম্বল) বিতরন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম,সাবেক জেলা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, গাজী হাসান খসরু খান, গাজী মির্জা ফারুক আহম্মেদ, গাজী ইসহাক আলী, গাজী রফিকুল ইসলাম, গাজী আব্দুল মজিদ, গাজী আলী আহম্মেদ টংকু, গাজী সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।