জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা কামারখন্দের আরজিনা খাতুন
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার গত ২৪শে মে শ্রেষ্ঠ শিক্ষিকা মনোনীত হয়েছেন কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা (সামাজিক বিজ্ঞান) মোছা. আরজিনা খাতুন । তিনি কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের বড় মেয়ে ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের সফলতার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের কৃতিত্ব তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার প্রথমে কামারখন্দ উপজেলার ৩৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়ে জেলার ৯টি উপজেলায় প্রতিযোগিতা করার জন্য মনোনিত হন । প্রথমে প্রতিষ্ঠান, তারপর উপজেলা ও পরিশেষে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা বিবেচনা করা হয়।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে এ সম্মান প্রদান করা হয়।
আরজিনা খাতুন জানান, আমি ১৯বছরের অধিক সময় একই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করে আসছি। এবার ২য় বারের মত শ্রেষ্ট শিক্ষিকা হয়েছি । এর আগে ২০১৭ সালে শ্রেষ্ট শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলাম । তিনি আরও জানান, শ্রেষ্ট শ্রেণী শিক্ষিকা হতে পেরে আমি খুবই আনন্দিত । সংবাদটি নিশ্চিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকগণ অনেক খঁশি । কৃতজ্ঞতা প্রকাশ করছি এটুআই ও শিক্ষক বাতায়নকে, কারণ এই শিক্ষক বাতায়নের মাধ্যমেই আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করাতে পেরেছি । আমি সর্বদাই শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে শ্রেষ্টত্বের অবদান রেখে যেতে চাই ।