চৌহালী/এনায়েতপুর

জীবন বাচাতে সাহায্য চান সিরাজগঞ্জের এনায়েতপুরের আবু ছাইদ ও তার স্ত্রী।

স্টাফ রিপোর্টার ঃ

অসহায়কে সাহায্য করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।এনায়েতপুর,সিরাজগঞ্জ…. মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। লেখকের এই কথাগুলো একদমই বেমানান, সিরাজগঞ্জের, এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের ৭০ বছর বয়সী আবু ছাইদ মীর ও তার স্ত্রী আম্বিয়া বেগমের (৬০) জীবনে।চার মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলে আবু ছাইদ মীর এর সংসারে। খুব অভাব অনাটনের মধ্যে দিয়ে অন্যের কাছ থেকে চেয়েচিন্তে বিয়ে দেয় ৪ মেয়ের। এক ছেলে মানুষিক প্রতিবন্ধী।অর্থের অভাবে তার কোন চিকিৎসা হয়নি।এভাবেই নানা প্রতিকুলতার মধ্য দিয়ে, কখনও দিন মজুরি, কখনও খেতখামারে,আবার কখনও তাতের কাজ করে চলত আবু ছাইদ মীর এর সংসার।কখনও তিন বেলা আবার কখনও এক দু বেলা খেয়ে কাটতো আবু ছাইদ মীর এর জীবন।কিন্তুু বিধাতার কি নির্মম পরিহাস, এ অভাবের সুখটুকো যেনো সহ্য হলো না তার।পেরালাইসিস নামক ভয়ংকর ব্যাধিতে আক্রান্ত হয়ে আজ পাঁচটি বছর যাবত বিছানায় পরে আছেন সেই আবুছাইদ মীর।প্রথমে মেয়ে আর তার স্বামীরা কিছুদিন তাকে দেখলেও এখন আর কেউ আসে না, সবাই সবার মতো আছে।একমাত্র ছেড়ে যায়নি তার সহধর্মিণী আম্বিয়া বেগম। অন্যের বাড়িতে কাজ করে দীর্ঘদিন স্বামীর ঔষধ ও খাবার এর ব্যবস্থা করতেন তিনি। কিন্তু বয়সের ভার এবং অতিরিক্ত প্ররিশ্রমের কারনে গত দেড় বছর যাবত সেও বিছানায় পরে আছে।এলাকার ইউ পি সদস্য জনাব সোরহাব আলী একটি বয়ষ্ক ভাতা কার্ড করে দিলেও তাতে চলেনা এই দুই হতোভাগার সংসার, তিন মাস পর পর মাত্র ১৫০০ টাকা, এতেই কি চলে সব? জীবনটা যেনো তাদের কাছে একটা জেলখানা, একমাত্র মৃত্যুই পারে তাদের এই জেলখানা থেকে মুক্ত করতে,সাংবাদিকের কাছে এভাবেই কাঁদতে কাঁদতে মৃত্যু কামনা করছিলো হতোভাগা এই বৃদ্ধ অচল দম্পতি। পারাপ্রতিবেশীরা যখন খাবার দেয় তখন খায় না দিলে না খায়।এভাবেই বর্তমানে চলছে আবু ছাইদ মীর ও তার স্ত্রীর সংসার। আবুছাইদ মীর এখন আর কথাও বলতে পারে না।তবে তার স্ত্রীর দাবি স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান ও সমাজের বৃত্তবানদের সাহায্য কামনা করে এবং নিজের ও তার স্বামীর জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে দুইটি হুইলচেয়ার এর দাবি করেন। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে এ সব অসহায় মানুষ গুলোকে সাহায্য, সহোযোগিতা করার চেষ্টা করি।