জীবন দিয়ে হলেও উন্নয়নের রোল মড়েল হবে সরিষাবাড়ী -স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
নির্বাচনী এজতেহার ছিল গ্রাম হবে শহর। আমার গ্রাম আমার শহর। প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন। উপজেলার ব্রীজ-রাস্তা পাকা করণের জন্য ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্ধ পাস করিয়েছি।সরিষাবাড়ীতে কোন কাঁচা রাস্তা থাকবে না।আমার কাছে কোন কিছু চাইতে হবে না। সরিষাবাড়ীর সমস্যা বিষয়ে আমার জানা আছ্ধেসঢ়; । তাই জীবন দিয়ে হলেও উন্নয়নের রোল মড়েল ডিজিটাল সরিষাবাড়ী গড়তে চাই।আমাদের মমতাময়ী মা জাতীর জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমার মা মায়ের আর্শীবাদ নিয়েই আমি তার সন্তান হিসেবে তার উন্নয়ন কাজ বাস্তবায়নের আপনাদের জন্য উন্নয়ন কাজ করে যাচ্ছি।আপনাদের সেবা করাই আমার কাজ।গতকাল শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুরাদ হাসান এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন,আর্ন্তজার্তিক মানের সরিষাবাড়ী গড়তে চাই।সারা দেশের মানুষ সরিষাবাড়ীর উন্নয়ন দেখতে আসবে। ১ হাজার ৫ শত স্কুল- কলেজ এমপিও ভুক্তির চিন্তা চলছে। এমপিও ভুক্তি কার্যক্রম চালু হলে জামালপুর জেলার মধ্যে সরিষাবাড়ীতে সব চেয়ে বেশী স্কুল-কলেজ এমপিও ভুক্ত করা হবে।এমপিও ভুক্তির দাবীতে আমার গাড়ির সামনে স্কুল-কলেজের ছেলে-মেয়েদের দাড় করিয়ে দিলে সে সব শিক্ষা প্রতিষ্ঠান কোন বরাদ্ধ পাবেন না। আর এন সি বিদ্যালয়টিতে একাদশ-শ্রেনীর পাঠদানের অনুমতি পেলে আরও একটি চার তলা কলেজ একাডেমিক ভবণ সহ বাউন্ডারী ওয়াল নির্মাণ করে দেওয়া হবে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম জুলফিকুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ গফুর প্রমুখ। পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের নতুন চার তলা ভবণের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।