সিরাজগঞ্জ

জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের এস. বি ফজলুল হক রোডের ঐতিয্যবাহী বিদ্যাপীঠ জাহান আরা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ, জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ-২০২৯) দিনব্যাপী নরদার্ণ ফ্লাওয়ার মিলস্ লিঃ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, নরদার্ণ ফ্লাওয়ার মিলস্ লিমিটেডে ও উক্ত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মফিজ উদ্দীন তালুকদারের সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুনির আহমেদ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আধুনিক সিরাজগঞ্জের রুপকার, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের দুই দুইবারে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, জেলাপ্রশাসকের প্রতিনিধি (এন ডি সি) মামুনুল হক, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য গাজী আলতাফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দী পবলু,১২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আব্দুল আলীম, ১১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লিটন সরকার, নরদার্ণ ফ্লাওয়ার মিলস্ লিঃ এর ম্যানেজার ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে লাল গলিচা সংবর্ধনা প্রদান ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা, পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ, মরহুম মফিজ উদ্দীন তালুকদার, মরহুম জাহানারা বেগম ও সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করেন, শিক্ষক আব্দুল হাকিম মিয়া ।

প্রধান অতিথি বক্তব্যে হাবিবে মিল্লাত মুন্না বলেন, জননেত্রীর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষা ও স্ব-শিক্ষায় জ্ঞান অর্জন করতে হবে। মেধা তালিকায় সর্বোচ্চ মেধা অর্জনে সবাঙ্গে শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হতে হবে। এজন্য মাদক, সন্ত্রাস, জঙ্গী, দূর্নীতি, বাল্যবিবাহ মুক্ত থাকতে হবে। এজন্য অভিভাবকদের প্রতিটি সন্তানের বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন। আলোচনাসভা শেষে , মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাবিবে মিল্লাত মুন্না। দিনব্যাপী অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত,নৃত্য, কবিতাপাঠ, কৌতুক শিক্ষার্থী শিল্পীরা পরিবেশ করে।