জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রার্থী ডাঃ মুরাদ হাসান বিপুল ভোটে বিজয়ী
তৌকির আহাম্মেদ হাসু; সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি
জামালপুর-৪ আসনে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ৯ম জাতীয় সংসদের সদস্য ডাঃ মুরাদ হাসান বেসরকারিভাবে বিজয়ী
হয়েছেন।রোববার রাতে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম এ তথ্য জানান।১৪১-জামালপুর-৪ সরিষাবাড়ী উপজেলার বেসরকারি চূড়ান্ত ফলাফল নৌকা ২ লক্ষ ১৭ হাজার ১৯৮,লাঙ্গল =১ হাজার ৫৯৩,হাতপাখা =১
হাজার ৫৫০,টেলিভিশন =৬৫৬ ভোট। জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ৮৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ডাঃ মুরাদ হাসান নৌকা প্রতীকে ২ লক্ষ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে
জয়ী হয়েছেন।মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৯৯৭ ও অবৈধ ভোটে সংখ্যা ২ হাজার ৫৮৩ মোট প্রদত্ত ভোট ২ লক্ষ ২৩ হাজার ৫৮০ ভোটর। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৭৪৫ জন।