জামালপুর আম পাড়াকে কেন্দ্র করে মহিলা আনসার সদস্যকে মারপিট করার অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের সরিষাবাড়ীতে আম পাড়া কে কেন্দ্র করে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ মে পৌর সভার বাউসী মধ্য পাড়া গ্রামের জুলেখা বেগম এর বসতবাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌর সভার বাউসী মধ্য পাড়া গ্রামের মহিলা আনসার সদস্য জুলেখা বেগম এর একই বাড়ীর তার মামা গাজী মন্ডল নারায়নগঞ্জে একটি চাকুরীতে কর্মরত থাকায় মামার অনুমতিক্রমে গাজী মন্ডলের আম গাছ থেকে আম পাড়তে যায়।
এ সময় প্রতিবেশী সাব্বীর সহ অনান্যরা আম আম গাছটি তারাই দেখা শুনা করছে এবং তারাই আম পাড়বে বলে জুলেখা বেগম কে পাড়তে বাধা প্রদান করে। জুলেখা এর প্রতিবাদ করলে তাকে ও পুত্র জাহিদুল(২০) ও পুত্রবধূ মরিয়মকে মারপিট করে আহত করে। পরে গুরুতর আহতবস্থায় তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বাউসী মধ্যপাড়া গ্রামের মহিলা আনসার সদস্য জুলেখা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ সাব্বীর হোসেন কে প্রধান বিবাদী করে বাবু,আরিফ,রাকিব,আঞ্জুয়ারা,লাকী সহ ৭ জনের নাম উল্লেখ করে গত ২৪ মে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ অভিযোগ দায়ের করার পর সাব্বীরের লোকজন উত্তেজিত হয়ে জুলেখা বেগমের একটি ছাগলের শিং ভেঙ্গে দিয়েছে। এর প্রতিবাদ করলে জুলেখার বাসতঘরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে প্রতিপক্ষ সাব্বীর তার লোকজন সংগঠিত হয়ে লাঠিশোঠা নিয়ে মারপিট করতে উদ্যত হয় এবং নানা প্রকার হুমকি ধামকি অব্যাহত রাখায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী পরিবার পরিজন।এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরিষাবাড়ী থানার এ এস আই নারয়ন চন্দ্র ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে অভিযোগ কারী জুলেখা বেগম সাংবাদিকদের জানান।