সিরাজগঞ্জ

জামালপুরে দৈনিক আমাদের সময়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

“নতুন আকাশে উড়াল” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জামালপুরে দৈনিক আমাদের সময়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমাদের সময়ের নিজস্ব প্রতিনিধি’র কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। আমাদের সময় পাঠক ফোরামের আয়োজনে আমাদের সময়ের নিজস্ব প্রতিনিধি জামালপুর আতিকুল ইসলাম রুকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের জামালপুর পত্রিকা’র সম্পাদক এম এ জলিল এবং এন টিভি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিনিধি শফিক জামান লেবু। এছাড়াও ,দৈনিক নবতান প্রএিকার নির্বাহী সম্পাদক ও সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, দৈনিক আমাদের সময়ের ইসলামপুর প্রতিনিধি সাহিদুর রহমান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোরের ডাক ও জয়যাত্রা টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝুকন।