কামারখন্দ

জাতীয় মৎস্য সপ্তাহে কামারখন্দের মৎস্যচাষিদেরকে পিকআপ, খাবার এবং উপকরণ বিতরন

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

বৃহস্পতিবার (২৬শে জুলাই) বিকেল ৪টায় উপজেলা চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে কামারখন্দ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্ট(এনএটিপি-২) এর এআইএফ-২ এর আওতায় জামতৈল -১ কার্প মিশ্রচাষি মৎস্য সমবায় সমিতি লিঃ কে মৎস্য ও মৎস্যখাদ্য পরিবহনের জন্য একটি পিকআপ বিতরণ, ৪ জন মৎস্যচাষির মাঝে ৪০০ কেজি মাছের পিলেট খাবার বিতরন ও সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ প্রমুখ।