জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান , আলোচনা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ মে) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লিমিটেডের হলরুমে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে.এম. হোসেন আলী হাসান।
প্রধান আলোচক ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি (ঢাকা) এর সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি (ঢাকা) এর মুহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল নাহিদ, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ও ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির সভাপতি সাংবাদিক খ.ম. একরামুল হক এবং সঞ্চালনা করেন, সাংবাদিক মোঃ আব্দুল লতিফ।
এসময়ে কবি সাংবাদিক মোঃ আব্দুল মান্নান মান্না রায়হান, সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না, কবি আব্দুল আলীম তালিকদার সাংবাদিক মোছাঃ মাকসুদা খাতুন, মীর আব্দুল হালিম, লেখিকা কবি অধ্যাপিকা আখিরা জিনাত মহল স্বপ্না, সাংবাদিক শেলি খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধানবক্তা, বিশেষ অতিথি, নারী মুক্তিযোদ্ধা মোছাঃ আনোয়ারা বেগম, লেখিকা কবি অধ্যাপিকা আখিরা জিনাত মহল স্বপ্না সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোট ১৫ জনকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।