জাতীয় নেতা মোহাম্মদ নাসিম এমপি’র শুভ জন্মদিন ৭২ বছরে পদার্পন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্হ্য মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি’ তিনি ৭২ বছরে পদার্পন করলেন। এই শুভ জন্মদিনে মোহাম্মদ নাসিম তাঁর পিতৃভুমি শহীদ এম.মনসুর আলীর নাড়িপোতা স্থান সিরাজগঞ্জের কুড়িপাড়ায় তাঁর স্বজন ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন । মঙ্গলবার( ২ এপ্রিল-২০১৯) বিকেল ৫টায় কুড়িপাড়ায় নবনির্মিত আত্যাধুনিক স্থাপত্যশৈলীর সরকার বাড়ি শহীদ এম. মনসুর আলী স্মৃতি জামে মসজিদের পাশে স্বজনদের আয়োজনে কেক কর্তন করেন মোহাম্মদ নাসিম এমপি। এর আগে তিনি জামে মসজিদে আছরের নামাজ আদায় করেন। নামাজ শেষে সমবেত মুসুল্লিদের সাথে মত বিনিময় করেন। পরে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এম.মনসুর আলী সহ জাতীয় ৪ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এ সময় তাঁর সহধর্মিণী লায়লা নাসিম,তাঁর পরিবারের সদস্য গোলাম কিবরিয়া স্বপন, ফেরদৌস সহ আত্বীয় স্বজন ,দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং সিরাজগঞ্জ জেলা সদরে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ও সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না কেক কর্তন করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। এছাড়া ও বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংগঠন তাদের প্রিয় নেতার জন্মদিনে দোয়া- মোনাজাত ও কেক কর্তন করেন ।