জাককানইবিতে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ উপাধি দেওয়াতে গনসাক্ষর কমসুচি শুরু
আবির হোসাইন শাহিন :
জাককানবিতে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেওয়াতে আনুষ্ঠানিক স্বীকৃতির দাবিতেগণস্বাক্ষর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ‘বিশ্ববন্ধু’ উপাধিতে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার দাবিতে চারদিনব্যাপী গণস্বাক্ষর গ্রহণের কর্মসূচি শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ।
২৬ ই অাগস্ট,সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচির প্রথমদিনে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর স্বাক্ষর গ্রহনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে সংগঠনটি । শিক্ষক নেতৃবৃন্দ বলেন আন্তর্জাতিক মহল বুঝতে পেরেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের না বিশ্বেরও বন্ধু ছিলেন । তাই প্রধানমন্ত্রীর কাছে গণস্বাক্ষর পৌছে দিয়ে আমাদের এই দাবী জাতিসংঘে পৌছে দিতে চাই এবং এর বাস্তবায়ন দেখতে চাই ।
এসময় গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয় ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগন। এরপরই সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করতে থাকে এবং দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।এই গণস্বাক্ষর কর্মসূচি অাগামী ২৯ অাগস্ট পর্যন্ত চলবে।
উল্লেখ্য জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড বা ‘বিশ্ব বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংস্থাটির সদর দফতরে প্রথমবারের মতো জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।