তাড়াশ

জলিল নগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে জলিল নগর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এমপি আব্দুল আজিজ।
জলিল নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সোবাহান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম,যুগ্ম সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, জলিল নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা পারভীন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর টুটুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এমপি আজিজ বলেন, নওগাঁ থেকে হামকুড়িয়া রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। জলিল নগর বিদ্যালয়ের ৪তলা ভবন,বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শহীদ মিনার নির্মাণ কাজ অচিরেই শুরু হবে ইনশাআল্লাহ।