সিরাজগঞ্জ

জরিমানা নয় সচেতনতা সৃষ্টির করতেই মাঠে কাজ করছে র‌্যাব – র‌্যাব ১২ কমান্ডিং অফিসার রফিকুল হাসান গনি

নিজস্ব প্রতিবেদক ঃ

র‌্যাব ১২’র কমান্ডিং অফিসার রফিকুল হাসান গণি বলেছেন জরিমানা নয় জনগণ কে সচেতন করতে মাঠে কাজ করছে র‌্যাব । তিনি আরো বলেন লকডাউনের বিধি নিষেধ মানাতে র‌্যাব ১২ কাজ করছে। আমরা জনগন করোনা রোধে সচেতন করছি।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বড় বাজার এলাকায় জন সাধারনের মধ্যে মাস্ক ও হ্যান স্যানিটাইজার বিতরন শেষে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ শহরসহ শহরতলিতে জনসাধারন কে সচেতন করতে র‌্যাব ১২ এর পক্ষ থেকে ম্যাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করছে।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২’র উপ অধিনায়ক মেজর মশিউর রহমান এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ উপস্থিত ছিলেন।