জাতীয়

জয় হত্যার আসামি জসিমের মুরগির খামারে আগুন দেয় এলাকার কিছু সংখ্যক বিক্ষুব্ধরা !

রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে অটোরিকশা চালক জসিম উদ্দিন জয়কে গলা কেটে হত্যা মামলার আসামি জসিমের মুরগির খামারে অগ্নিসংযোগ করেছেন এলাকার কিছু সংখ্যক এলাকাবাসির উত্তেজিত বিক্ষুব্ধরা । বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর শেখপাড়া এলাকায় জসিমের মুরগির খামারে অগ্নিসংযোগ করা হয়। নিখোঁজের তিনদিন পর বুধবার রাতে গোদাগাড়ী থেকে অটো চালক জয়ের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ জসিম ও সুমন নামে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করে। এদিকে অটোচালক জসিম উদ্দিন জয়ের হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে নগরীর আমচত্ত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা আসামি জসিমের মুরগির খামারে আগুন দেয়। আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে জয়ের খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, রাসিক কাউন্সিলর সাহাদত হোসেন শাহু, শাহ মখদুম থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মিজানুর রহমান টুকু, বিশিষ্ট ব্যবসায়ী মর্শিদুল ইসলাম, স্বপন হোসেন, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম প্রমুখ।