জমি নিয়ে বিরোধে সরিষাবাড়ীতে বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে’র জের ধরে বসত ঘর ও আসবাবপত্র
ভাংচুর,লুটতরাজের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে
উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে -সরিষাবাড়ী ডোয়াইল
ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র ছবুর উদ্দিন,আব্দুর
রশীদ,রফিকুল ইসলাম পৈতৃক সুত্রে ৭১ শতাংাশ জমিতে বসবাস করে
আসছে।ওই জমি নিয়ে একই গ্রামের পাশের বাড়ীর মৃত নজর আলীর
ছেলে গফুর,তারা,শাহজাহান ও তার ছেলে আজিজলের মধ্যে বিরোধ ও
আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। বিরোধ পুর্ন জমি মৃত নজর
আলীর ছেলে গফুর,তারা,শাহজাহান ও তার ছেলে আজিজলের নেতৃত্বে
ভাডাটিয়া ডাঃ কালাম,দুলাল নেতা,তোরাপ সহ ১৫/১৬ জন লোকজন
নিয়ে দখলে নিতে প্রতিপক্ষ ছবুর উদ্দিনের বসত ঘর ও আসবাবপত্র
তছনছ,আব্দুর রশীদের টিভি,রান্না ও গোসল খানা ভাংচুর সহ ঘরে
থাকা ২লক্ষ নগদ টাকা লুটপাট সহ ৮ নং ওয়ার্ড যুবলীগের নিটক
ভাডা দেয়া অফিস ঘরটির তালা ঝুলিয়ে দেয় গফুর,তারা,শাহজাহান ও
তার ছেলে আজিজল ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা।এ ঘটনায় সরিষাবাড়ী
থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।এ ঘটনার পর থেকে
গফুর,তারা,শাহজাহান ও তার ছেলে আজিজল পলাতক রয়েছে।
জানতে চাইলে ক্ষতিগ্রস্ত আব্দুর রশীদ বলেন,আমরা বাড়ী না থাকায়
গফুর,তারা,শাহজাহান ও তার ছেলে আজিজল ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা
অর্তকিত হামলা চালিয়ে আমার এবং রড় ভাইয়ের বসত ঘর ও আসবাবপত্র
ভাংচুর,ঘরে থাকা ২লক্ষ নগদ টাকা লুটপাট,টিভি,রান্না ও গোসল
খানা ভাংচুর সহ ঘরে থাকা সহ ৮ নং ওয়ার্ড যুবলীগের নিটক ভাডা
দেয়া অফিস ঘরটির তালা ঝুলিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, এ
বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।