জমির দলিল জালিয়াতি, সাবরেজিস্ট্রার কার্যালয়ে তথ্য সংগ্রহের সময় কালের কণ্ঠ’র প্রতিনিধি লাঞ্ছিত
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুর সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গিয়ে কালের কণ্ঠ’র জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু লাঞ্ছিত হয়েছেন। জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্ট্যাম্প ভেন্ডার হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে কয়েকজন দলিল লেখক ও তাঁদের সহকারীরা গতকাল মঙ্গলবার তাঁকে লাঞ্ছিত করে।
জানা গেছে, দলিল লেখক হাবিবুর রহমান শহরের দেওয়ানপাড়া এলাকার মৃত জোবায়দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামের পক্ষে সিংহজানি মৌজার সংশোধিত খতিয়ান ১১৪৩২ মূলে সোয়া তিন শতাংশ জমি নিবন্ধনের জন্য জমির দলিল, ৭৭ হাজার টাকার পে অর্ডার, নামজারি, ডিসিআর কপি, খাজনার রশিদসহ সদর সাবরেজিস্ট্রারের কাছে দাখিল করেন।
গতকাল সোমবার সদর সাবরেজিস্ট্রারের এজলাসে ওই জমির কাগজপত্র যাচাই-বাছাইকালে দলিলের সঙ্গে জমা দেওয়া জমির প্রয়োজনীয় কাগজপত্র ভুয়া বলে প্রতীয়মান হয়। এ সময় সদর সাবরেজিস্ট্রার ৭৭ হাজার টাকার পে অর্ডার, ভুয়া নামজারি, ভুয়া ডিসিআর কপি, ভুয়া খাজনা রশিদসহ দলিলটি জব্দ করেন। এই জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত দলিল লেখক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
কালের কণ্ঠ’র জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু এই জালিয়াতির বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তথ্য সংগ্রহ করতে ওই কার্যালয়ে যান। তথ্য সংগ্রহ শেষে দলিল লেখক হাবিবুর রহমানের বক্তব্য নেওয়ার সময় কাউন্সিলর হাসানুজ্জামান খান ওরফে রুনু ও তাঁর ভাতিজা তুহিন খান, দলিল লেখক হাবিবুর রহমান ও দলিল লেখকের সহকারী উকিল মিয়াসহ সাত-আটজন মোস্তফা মনজুকে লাঞ্ছিত করে। এ সময় তারা তাঁর শার্ট ছিঁড়ে ফেলে। হামলাকারীদের একজন তাঁর মোবাইল ফোনসেট ও ক্যামেরা কেড়ে নেয়।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, ‘সাংবাদিক মারধরের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’