সিরাজগঞ্জ

জন নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে আনসার ও ভিডিপি: মির্জা সিফাত-ই-খোদা

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

বাংলাদেশের সর্ববৃহৎ আইনশৃঙ্খলা বাহিনী আনসার ও ভিডিপির সকল সদস্যরা নিরলসভাবে জন নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন বলে উল্লেখ করছেন সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। বৃহস্পতিবার (২৪ জুন) সিরাজগঞ্জের তাড়াশ মিলনায়তনে আনসার ও ভিডিপির উপজেলা মতবিনিময় সভা’র প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১২জন আনসার সদস্য ১৭এপ্রিল বাংলাদেশ অস্থায়ী সরকারকে প্রথম গার্ড অব অর্নার প্রদান করেন। সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন তা ধরে রেখে আনসার ভিডিপির মহা পরিচালক সহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে দেশ ও মানুষের সকল প্রতিকুলতা, প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে নিরাপত্তায় পর্যন্ত প্রান্তিক জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এই বাহিনী। 

আনসার ও ভিডিপির তাড়াশ উপজেলা প্রশিক্ষক ও কর্মকর্তা দুলাল চন্দ্র মাহাতো’র আয়োজনে, ইউনিয়ন দলপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ আইয়ুব আলী’র সঞ্চালনায় আনসার ও ভিডিপির সিরাজগঞ্জ সদর উপজেলা কর্মকর্তা মোঃ গোলাম মওলা’র সভাপতিত্বে উপজেলা মতবিনিময় সভা’য় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি, তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ।

প্রধান অতিথি মির্জা সিফাত-ই-খোদা তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির নানান কর্মকাণ্ডের ও ত্যাগের উপরে আলোকপাত করে সেগুলোর বর্ণনা দেয়ার পাশাপাশি আরও বলেন, দেশের এই বাহিনীতে প্রায় ৬০লক্ষ সদস্য রয়েছেন ও তাদের পরিবারে যদি ৪জন করেও সদস্য থেকে থাকেন তাহলেও প্রায় ২কোটি ৪০লক্ষ মানুষ এই বাহিনীর সাথে সম্পৃক্ত। তিনি বলেন, আমাদের যে লক্ষ “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় আমরা” সেই প্রতিপাদ্যের সাথে একাত্মতা করে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। এছাড়াও সামাজিক নিরাপত্তা ও আত্ম উন্নয়নে কাজ করে যাচ্ছে এই বাহিনী। এছাড়াও তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপির নানান কার্যক্রমের পাশাপাশি করোনার এই ক্রান্তিলগ্নে যেভাবে এই বাহিনী প্রান্তিক জনগণের পাশে থেকে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান এই কর্মকর্তা। 

সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন দলনেতা-দলনেত্রীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবীর প্রেক্ষিতে জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিতে সরকার কাজ করছেন, আপনাদের ভাতা বৃদ্ধি পেয়েছে, পোশাক দেয়া হচ্ছে, অন্যান্য আরও সুযোগ সুবিধা সরকার বৃদ্ধি করেছেন। এছাড়াও এই বাহিনীকে আরও আধুনিকায়নের জন্য সরকার কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা।