জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ১’ম স্থান অর্জন করেছে রতনকান্দি ইউনিয়ন পরিষদ
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলার ইউনিয়ন সমূহের মধ্যে জন্ম-মৃত্যু (০১’দিন থেকে ১’বছর) নিবন্ধন কার্যক্রম (২০২২-২৩) এর পারফরম্যান্স অনুযায়ী উপজেলা পর্যায়ে সদর উপজেলার মধ্যে ১’ম ও জেলা পর্যায়ে ৩’য় স্থান অর্জন করেছে রতনকান্দি ইউনিয়ন পরিষদ।
শুক্রবার (৬’অক্টোবর) সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের স্বীকৃতি স্বরুপ উপজেলা পর্যায়ে সদর উপজেলার শ্রেষ্ঠ সচিব জুবায়ের ইসলাম ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ ১’নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের (মহল্লাদার) শ্রী পংকজ দাস সম্মাননা স্মারক গ্রহন করছেন। এসময় রতনকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের পক্ষে উপজেলা পর্যায়ে ১’ম স্থান ও জেলা পর্যায়ে ৩’য় স্থান অর্জনের সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউপি সচিব জুবায়ের ইসলাম।
এদিকে রতনকান্দি ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হওয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ইউপি সচিব জুবায়ের ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসন, ইউপি সদস্যবৃন্দ ও রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ।
রতনকান্দি ইউনিয়ন পরিষদ সচিব জুবায়ের ইসলাম বলেন, উপজেলার শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হওয়ায় রতনকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ বিভিন্ন মহল বিশেষ করে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সম্মাননা আগামীতে আমার কাজকে আরও গতিশীল করবে ইনশাআল্লাহ।