সিরাজগঞ্জ

জন্মদিনে কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আয়ুব বাচ্চু স্মরণে সংগীত সন্ধ্যা

সিরাজগঞ্জের পাবলিক লাইব্রেরিতে কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আয়ুব বাচ্চু সরণে সংগীত সন্ধ্যা আয়োজন করা হয় ।

১১ নভেম্বর নবীন শিল্পী আরাফাত বারী প্রিয় তার জন্মদিনে ব্যান্ড দল দ্যা ওয়েব কে সাথে নিয়ে গীটারের যাদুকর আয়ুব বাচ্চু স্মরণে সংগীত সন্ধ্যার আয়োজন করেন।

সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব আসাদ উদ্দিন পবলু,প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জনাব মোমিন বাবু,কবি ও বীর মুক্তিযোদ্ধা জনাব খ ম আখতার হোসেন সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আয়ুব বাচ্চু স্মরণে জনপ্রিয় গানগুলোর পাশাপাশি স্মৃতিচারণ করা হয়। জন্মদিনে কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আয়ুব বাচ্চু স্মরণে সংগীত সন্ধ্যা আয়োজনের জন্য উপস্থিত সকলেই নবীন এই শিল্পীকে সাধুবাদ জানান।

অরুণিমা সংগীতালয় এর আয়োজনে এই সংগীত সন্ধ্যা পরিবেশন হয় বলে জানান অরুণিমা’র প্রধান পরিচালক জনাব সূর্য বারী।