চৌহালী/এনায়েতপুরবেলকুচি

জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে নিশ্চিত বিজয় লাভ করবো -মমিন মন্ডল।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মনোনয়ন প্রত্যাশী মন্ডল গ্রুপের পরিচালক ও এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মমিন মন্ডল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে বেলকুুুচি -চৌহালী আসনে মনোনয়ন দিলে, আমি নিশ্চিত বিজয় লাভ করবো -ইনশাল্লাহ।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহলী) আসনের এলাকার বাসির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবো। বেলকুচি-চৌহালী এলাকার উন্নয়নের পাশাপাশি শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা দূর করবো।

তিনি রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক এস এম ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন চিনু, সিনিয়র সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, যুবলীগ নেতা আব্দুল্লাহ মিয়া, ছাত্রনেতা রিয়াদ আহাম্মেদ, বেলকুচি কলেজের জি এস নয়ন প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কর্তন করা হয়, বিকালে আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।