জনতা ব্যাংক সিরাজগঞ্জ প্রধান কার্যালয়ের ইফতার মাহফিল।
মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে জনতা ব্যাংক লিমিটেড এর আয়োজনে ২৭তারিখ (সোমবার) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দিকা, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা,পোর আওয়ামীলীগের সভাপতি ও ১নং প্যানেল মেয়র হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ,ভাইস চেয়ারম্যান নাসিম উদ্দিন দীপি, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম সফি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক আসাদ উদ্দিন পবলু,কন্ঠ যোদ্ধা আবৃত্তি কেন্দ্রের সভাপতি যুদ্ধাহতো মুক্তি যোদ্ধা টি এম মোয়াজ্জেম হোসেন, অরুণিমা সংগীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী, তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটারের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।ইফতার মাহফিল পরিচালনা করেন জনতা ব্যাংক সিরাজগঞ্জ প্রধান কার্যালয়ের ম্যানেজার আবু সেলিম রেজা।