কাজিপুর

জনগন শান্তি ও উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দিবে -স্বাস্হ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়; শান্তি এবং উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে।

বুধবার( ২২নভেম্বর’১৮) বিকেলে কাজিপুর উপজেলার তার নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা অভূতপূর্ব উন্নয়ন। এ দেশের মানুষ বিএনপি -জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতি প্রত্যাখান করেছে; যারা জ্বালাও-পোড়াও রাজনীতি করে সেই দলকে মানুষ আর ভোট দেবে না।

এর আগে তিনি নির্মাণাধীন কাজিপুর উপজেলা পরিষদ, পাঁচ’শ আসন বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী অডিটরিয়াম পরিদর্শন করেন।

তিনি দলীয় কার্যালয়েও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় মন্ত্রী দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব সরকারের একার নয়। দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।

মতবিনিময় সভায় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।