ছোনগাছা বাজারে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ ভাগ বরাদ্দ. প্রতিটি ইউনিয়নে সরকারী এয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি. ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ ইসরাইলি কতৃক ফিলিস্তিনে গনহত্যা বন্ধের দাবিতে – বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে -এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, কৃষক ফ্রন্টের নেতা রফিকুল ইসলাম, ফজলার হোসেন, আব্দুল কুদ্দুস. আক্তার হোসেন প্রমূখ।
বক্তাগন বলেন- এই করোনাকালীন সময়ে ১৫মাসে বাংলাদেশের অর্থনীতিকে চাংগা রেখেছে. দেশের কৃষক সমাজ অথচ তাদের গুরুত্ব নেই. জাতীয় বাজেটে কৃষিখাতে ৪০ ভাগ বরাদ্দের জোর দাবি জানান।