ছেলের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধা পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি শরিফুল ইসলামের ছেলে নাইম শেখ এর মাদ্রাজে উন্নত চিকিৎসার জন্য সাহায্যর আকুল আবেদন করছেন তার দরিদ্র পরিবার। নাইম শেখ (০৭) জন্মের পর তার পায়ুপথ না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে শরীরের নাভীর নিচে পায়ুপথ স্থাপন করা হয়। এ অবস্থায় নাইম অাস্তে অাস্তে বড় হতে থাকে পরে তাকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপালে নেওয়া হলেও দেশে আর কোন চিকিৎসা নাই বলে পরিবার জানতে পারে। জন্মের পর থেকে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হতদরিদ্র পরিবার প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে থমকে দাঁড়িয়ে পরেছে। তার উন্নত চিকৎসার জন্য (পায়ুপথ যথাস্থানে স্থাপনের জন্য) মাদ্রাজে নিতে হবে। জুনদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সে প্রথম শ্রেণির ছাত্র সে সকলের মতো স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে সে দুরে সরে যাচ্ছে ক্রমান্বয়। নাভীর নিচে পায়খানার দ্বার স্থাপন হওয়ায় স্কুলের বন্ধুগন তার সাথে স্বাভাবিক মেলামেশা করছেনা। চিকিৎসারর জন্য প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন যা পিতা মাছ বিক্রেতা শরিফুলের পক্ষে জোগার করা সম্ভব নয় বিধায় সকলের কাছে আকুল আবেদনে আজ পরিবারটি। সকলের সহযোগীতা পেলে নাইম সুস্থ ও শিক্ষাজীবনে ফিরিয়ে আসতে পারে এ আসায় সকলের সহযোগিতার কামনা করছেন এ দরিদ্র পরিবারটি। যোগাযোগের প্রযোজনে 01768995529 সাহায্য পাঠানোর ঠিকানা ডাচ্ বাংলা ব্যাংক লিঃ মোবাইল ব্যাংকিং 01780-819945+8