ছেলেধরা গুজবে আতংকিত দেশবাসী
আবির হোসাইন শাহিন :
ছেলেধরা গুজবে আতংকিত দেশবাসী প্রতিদিনই ঘটছে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত শুক্রবার গাজিপুর শ্রীপুরে ছেলে ধরা সন্দেহে ২যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। একই ধরনের ঘটনা ঘটেছে মৌলভীবাজারের বড়লেখায় ছেলেধরা সন্দেহে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের একটি কক্ষে আটকে রাখেছে স্থানীয় জনতা।শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুরবাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বড়লেখা থানার এসআই কৃষ্ণ মোহন শুক্রবার রাত ১০টার দিকে এ প্রতিনিধিকে বলেন, আমরা খবর পেয়ে বর্তমানে ঘটনাস্থলে এসেছি। প্রকৃত ঘটনাটি আমরা তদন্ত করে আপনাদের কিছু পড়ে জানাবো। হুজুগে বাঙালি নাকি গুজবে বাঙালি সবই কি গুজব না কিছু সত্যতা আছে কথায় আছে যা কিছু রটে তা কিছু বটে।