ছেঁড়া জুতোর কান্না!
একটি নিঃসঙ্গ ছেঁড়া জুতোর কান্না শুনেছি,
কী করুণ কান্না!
পায়ে পরম মমতায় লেপ্টে থাকা ব্যবহৃত জরাজৗর্ণ জুতোটি যখন-
ফেলে দেয়া হল নির্জন আবর্জনা স্তুপে,
তখন হৃদয় ভেদ করা কান্নার সুর আমার বিবেক,বুদ্ধিকে অথর্ব করে দিল!
এখন এর কোনই প্রয়োজন নেই?
আজ নতুন পেয়ে পুরোনকে ভুলে যাওয়া…পুরোনকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা!
আমি থমকে গেলাম!
আমি পারলামনা,আমি পারবোনা!
আমার বিবেক প্রতিবাদে সোচ্চার!
এতদিনের পরিচিত যে জুতোটি পায়ে জড়িয়েছিল পরম নিশ্চিন্তে,পরম ভালোবাসায়-
তা আজ ফেলে দিবো কীভাবে?
এতদিনের ভালোবাসা কী এতই ঠুনকো?এতই ভঙ্গুর!
জগতের একী নিষ্ঠুর নিয়ম!
জীর্ণশীর্ণ,ছেঁড়াফাঁড়া হলেই তাকে ভুলে যেতে হবে,ভুলে যেতে হয়!
একসময় পুরনো জুতোটি জরাগ্রস্ত হয়,ক্ষয়প্রাপ্ত হয়,অতঃপর-
আবার নতুন জুতো উঠে আসে পায়ে…
আবার ভালোবাসা,মমতায় জড়াজড়ি,আবার জীর্ণতা,আবার ফেলে দেয়া..
চলছে,চলতেই থাকে…
আবারো নিঃসঙ্গতা আবারো ছেঁড়া জুতোর কান্না!
আমি ঝিম মেরে থাকি,তারপরও শুনতে থাকি ছেঁড়া জুতোর কান্না…
অতঃপর পড়ে থাকে কোথায় কোন ভাগাড়ে কেউ সে খবর রাখেনা!
ভাবি,কোন এক সময় আমিও ছেঁড়া জুতোর মতো একা নিঃসঙ্গ হয়ে পড়ে থাকবো,
তখনকী কেউ শুনবে আমার কান্না!??