ছিন্নমূল মানুষের জন্য ‘ভয়েস অভ কাজিপুরে শীতবস্ত্র বিতরণ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
উত্তরবঙ্গের জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অভ কাজিপুরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।হাড় কাঁপানো শীতের শুরুতেই ব্যতিক্রমী পন্থায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এই মানবিক সংগঠনের পক্ষ থেকে।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী থেকে শুরু করে সীমান্তবাজার পর্যন্ত বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষদের খুঁজে বের করে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র। বৃৃৃৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আশকার পাইন জানান, ‘ভয়েস অভ কাজিপুর’ র মাননীয় সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে সংগঠনের একাধিক টিম মূলত ছিন্নমূল মানুষগুলোকে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই তীব্র শীতে যাদের কোন শীতবস্ত্র নেই ঠিক তাদের হাতেই পৌঁছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র।
উপজেলার মেঘাই বাজারে জয়নাল (৬৮) শীতবস্ত্র পেয়ে কেঁদে ফেলেন,জন্মলগ্ন থেকে অদ্যাবধি কেউ কখনো শীতবস্ত্র দেয়নি বলে আক্ষেপ করে বলেন, “আমাগোর মতো অসহায় মানুষের কতা কারো মনে থাকেনা,কেউ আইজ পর্যন্ত একটো কম্বল কোনদিন দিলনা,এই পথম পাইলাম”।এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু,সহ সভাপতি রাশেদুল হক,সহ সাধারণ সম্পাদক রেজাউল হক মুন্না,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু শাহীন আজাদ,নারী ও শিশু বিষয়ক সম্পাদক আশা সরকার,কার্যকরী সদস্য হেলাল উদ্দিন,কোষাধ্যক্ষ ওবায়দুল আল আমীন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু,সাধারণ সদস্য আশরাফুল আলম সহ প্রমুখ।