চৌহালী থেকে ইয়াবাসহ দুইজন আটক
সিরাজগঞ্জের চৌহালী থেকে ৫৭ পিছ ইয়াবাসহ কোদালিয়া মধ্য পাড়া মহল্লার আবুল কালামের স্ত্রী কবিতা আক্তার (৩০) ও টাঙ্গাইলের নাগরপুরের রঙ্গিলা গ্রামের মাতব্বর আলীর ছেলে রেজাউল করিম মিঠুকে (৩৫) আটক করেছে পুলিশ। আটককৃতরা সম্পর্কে ভাতিজা বউ ও চাচা শশুর বলে জানা গেছে।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবারা সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোদালিয়া মধ্য পাড়া মহল্লায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা কবিতা আক্তার ও রেজাউল করিম মিঠুকে ৫৭ পিছ ইয়াবাসহ আটক করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।