চৌহালী উপজেলায় মাদক, জুয়া ও যাত্রা নিষিদ্ধ ঘোষণা করলেন -এমপি মমিন মন্ডল।
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের দুর্গম চৌহালী উপজেলায় মাদক, যাত্রা ও জুয়া নিষিদ্ধ ঘোষনা করেছেন স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল। রবিবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি যমুনার ভাঙনে বিধ্বস্ত চৌহালী উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে মাদক, জুয়া ও যাত্রা সহ সকল অসামাজিক কর্মকান্ড বন্ধে প্রশাসনের প্রতি কঠোর হুসিয়ারি উচ্চারণ করেন। এসময় তিনি যমুনার ভাঙনরোধে দ্রুত স্থায়ী সমাধানকল্পে ব্যবস্থা গ্রহন সহ এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসার মানোন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ কওে যাবার প্রত্যায় ব্যক্ত করেন। চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, ভাইস -চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্মসম্পাদক তাজ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজসহ বিভাগীয় কর্মকর্তাগণ ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। এর আগে সকালে নবনির্বাচিত এমপি আব্দুল মমিন মন্ডল চৌহালী উপজেলা চত্ত্বরে পৌছলে ইউএনও সানওয়ার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান।