চৌহালী/এনায়েতপুর

চৌহালীর ৩ ইউপিতে ভিজিএফ চাল বিতরণ

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া,বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে মোট ৪ হাজার ৬০৫ পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই
সোমবার সকালে উপজেলার খাষপুখুরিয়া, ৯৮০- বাঘুটিয়া- ১হাজার ৫৮৫ ও উমারপুর ইউনিয়নে ২ হাজার ৪০ জন অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ৷
এ সময় উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যার মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মজনু মিয়া, উমারপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মন্ডল, খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু দাউদ সরকার, ট্যাক অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্যসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।