চৌহালীর সম্ভুদিয়া নতুন কবরস্থানে ড্রেজারের মাধ্যমে মাটি ভরাটের দাবি এলাকাবাসির
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে সম্ভুদিয়া নতুন কবরস্থান বিনানই মধ্যপাড়া গ্রামে ২০১৬ খ্রিঃ স্থাপন করা হয়। অনুদান থাকলে ও মাটির অভাবে কবরস্থানটি আলোর মুখ দেখছে না। ডেজারের মাধ্যমে কবরস্থান মাটি ভরাট করে পুর্ণাঙ্গ রুপ দেখতে চায় এলাকার মানুষ।
চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান, সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্ভুদিয়া নতুন পাড়া কবরস্থানের সভাপতি মোঃ আব্দুল কাহার সিদ্দিকী জানান, আমরা নদী ভাঙ্গন কবলিত মানুষ। বাপ-দাদার সম্পদ ও তাদের কবরস্থান ৫বছর আগেই যমুনায বিলীন হয়ে গেছে। জমি ও অর্থের অভাবে নতুন কবরস্থান স্থাপন করতে পারিনি। স্থানীয় সংসদ ও প্রশাসন বর্ষা মৌসুমে এলাকা বাসির কষ্ট ও দুর্ভোগ দেখে সরকার কবরস্থানে মাটির কাজের জন্য প্রায় ৭লক্ষ টাকা অনুদান দেন। বরাদ্দ থাকলেও মাটি না পাওয়ায় গোরস্থান উচু ও মাটি ভরাট করা সম্ভব হচ্ছেনা। এতে আমাদের কষ্ট পাহাড় সমান। ফলে এলাকা বাসী সরকার ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে বলেছেন ড্রেজারের মাধ্যমে মাটি ফেলে কবরস্থানটির পুর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য।
কবরস্থানের কমিটি ও এলাকার মানুষের সহযোগিতায় ৩বিঘা জমি জুড়ে সম্ভুদিয়া নতুন পাড়া কবরস্থান করে লাশ দাফন শুরু করেন। কবরস্থানটি আলোর মুখ দেখাতে যমুনা নদী থেকে ডেজারের মাধ্যমে মাটি ভরাট করতে ডেজার মেশিনের বড় প্রয়োজন দাবি এলাকাবাসীর। কমিটির সভাপতি ও বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাহার সিদ্দিক আরো বলেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, সম্ভুদিয়া বহু মুখী উচ্চ বিদ্যালয়, সম্ভুদিয়া কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, কাসেমগঞ্জ বাজার, বিনানই বাজার, এতিমখানা এখন বিনানই মধ্য পাড়া গ্রামে অবস্থিত। এখানে হাজার হাজার মানুষের বসতির ফলে কবরস্থানটির ভরাট জরুরী।
কোমল মতি শিক্ষার্থীসহ সর্ব মহলের দাবি ডেজারের মাধ্যমে নদী থেকে মাটি এনে কবরস্থাটি ভরাট করা হলে মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এলাকা ডিজিটাল ও প্রধান মন্ত্রীর শতভাগ উন্নয়ন বাস্তবায়নে অর্জিত হবে বলে এলাকাবাসীর দাবি।