চৌহালী/এনায়েতপুর

চৌহালীর যমুনা নদী থেকে ঘড়িয়াল আটক

সিরাজগঞ্জর চৌহালী

উপজেলার স্থল ইউনিয়নের নওহাটা চরের জয়নাল আবেদিনের ছেলে খলিল ও নওশের আলীর ছেলে সুমন শুক্রবার গভীর রাতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে একটি ঘড়িয়াল আটক করেছে।
ঘড়িয়ালটির গলায় রশি লাগিয়ে স্থানীয়রা খেলা করছে। ইতিমধ্যে ঘড়িয়ালটির গলায় রশির দাগ বসে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড
সেফটি হাউজের কর্মীরা ঘড়িয়ালটি উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের চাপের মুখে ফিরে আসে।
এ বিষয়ে দ্য বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস বলেন, ঘড়িয়ালটি আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু যারা এটাকে আটক করেছে তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে। পরে বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।

এদিকে ঢাকা বন সংরক্ষক (বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ) জাহিদুল কবির জানান, ঘড়িয়ালটি উদ্ধারের জন্য রাজশাহী বন বিভাগের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ঘড়িয়ালটিকে উদ্ধার করে বন কর্মকর্তারা।