চৌহালী/এনায়েতপুর

চৌহালীর যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চৌহালী উপজেলার খাষপুকুরি ইউনিয়নের মিটুয়ানী, ও দেওয়ানগঞ্জ এলাকা হতে একটি চক্র দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভাবে ড্রেজার মেশিন দিয়ে যমুনা নদীর পূর্ব তীঁরে ভূ গর্ভস্থ বালু উত্তোলন করছে।

যমুনা নদীতে বর্ষা মৌসুমে এমনিতেই তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয় বালু উত্তোলনের ফলে নদীর পাড় ঘেসে গভিরতা তৈরী হচ্ছে যার কারনে আগামী বর্ষায় ভাঙ্গন আরো বাড়তে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন।