চৌহালীর যমুনা চরে বাল্যবিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন
চৌহালী প্রতিনিধি : ইমরান হোসন আপন
বর আসার আগেই কনের বাড়িতে উপস্হিত হলেন উপজেলা প্রশাসন ৷বন্ধ করে দিলেন বাল্যবিয়ের আয়োজন৷ ইউএনও এর হস্তক্ষেপে সাবিনা (১৪) বাল্যবিয়ে ভেঙ্গে গেল৷বাঘুটিয়া চর হাটাইল দক্ষিন পাড়ার মৃত ইসমাইল মোল্যার মেয়ে ওএকই এলাকায়র সন্তেষ আলীর ছেলে বদিউল আলম ১৮)৷রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তীতে চৌহালী উপজেলা প্রশাসন বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামে বাল্যবিয়ের আয়েজন করছে কনের পরিবার এমন সংবাদ শুনো সু কৌশলে সেখান হাজির হন উপজেলা প্রশাসন ৷পরে বাল্যবিয়ে ভাঙ্গতে সক্ষম হন৷এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতে কনের পিতা ও বরের পিতা স্ব শরীলে হাজির হয়ে মুসলেকা দেন কনে ১৮ ও ছেলে ২১ এর আগে বিয়ে নয়৷এসময় উপস্হিত ছিলেন চৌহালী থানার ওসি (তদন্ত)হাসিবুল ইসলাম,এস আই ইমদাদ হোসেন,এ এসআই মোক্তার হোসেন সহ এলাকার ব্যক্তিবর্গ৷