চৌহালীর বাঘুটিয়া কারিগরি কলেজ এমপিও ভুক্ত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মোঃ ইমরান হোসেন (আপন) ,চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া করিগরি স্কুল এন্ড কলেজ-কে এমপিও ভুক্ত ঘোষনা করায় কলেজ প্রাঙ্গনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারিগরি কলেজ প্রাঙ্গনে মিষ্টি বিতরণ শেষে একটি আনন্দ মিছিল বের হয়। এসম মিছিলে অংশ গ্রহন কারিরা কলেজটি এমপিও ভুক্ত ঘোষনা করায় সন্তষ্টি প্রকাশ করেন।
উপজেলার বাঘুটিয়া করিগরি স্কুল এন্ড কলেজ-কে এমপিও ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি, স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক কুতজ্ঞাতা জানান। এসময় উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু কাহহার সিদ্দিকী, বাঘুটিয়া করিগরি স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ কামরুল হায়দার মুন্না, আ’লীগ নেতা আঃ আওযাল মোল্লা,মাইন উদ্দিন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিনয়াবত: অত্র কলেজের শিক্ষকমন্ডলী,কর্মচারিবৃন্দ, শিক্ষার্থী ও এলাকাবাসি। অধ্যক্ষ কামরুল হায়দার মুন্না বলেন,কলেজটি অপেক্ষার ১৬ বছর পর আলোর মুখ দেখায় শিক্ষার মানউন্নয়ে সরকার গ্রামকে আরেকধাপ আলো ছরিয়ে দিলেন।