চৌহালী’র নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টার:
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয় চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চৌহালী উপজেলার ৭ টি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানদের ৬ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফরুক আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার প্রমুখ।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলো উপজেলার বাঘুটিয়া ইউপি’র মোঃ আবুল কালাম মোল্লা,খাষকাউলিয়ার আবু সাইদ বিদুৎ, খাষপুখুরিয়া মিজানুর রহমান(বাবুল),উমারপুরের আব্দুল মতিন মন্ডল,ঘোড়জানের মোঃ রমজান আলী, স্থলের মোঃ নজরুল ইসলাম, সদিয়া চাঁদপুরে মোঃ জাহাঙ্গীর আলম।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এবং একই সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলন কক্ষে, ৮৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন।