চৌহালী/এনায়েতপুর

চৌহালীর খাষপুকুরিয়া ইউনিয়নে কমিনিটি পুলিশিং এর মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

চৌহালী প্রতিনিধি : ইমরান হাসান আপন

সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালীর খাষপুকুরিয়া ইউনিয়নের মোকার ভাঙ্গা ,দেওয়ান গন্জে কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে খাষপুকুরিয়া ইউনিয়ন কমিনিটি পুলিশিংএর সভাপতি ও খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে ও আবু দাউদ সরকারের পরিচালনায় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কমিনিটি পুলিশিং এর ওয়ার্ড সভাপতি /সাধারণ সম্পাদক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম,সমাজ সেবক শাহজাহান আলী , এস আই ইমদাদ হোসেন এস.আই মোক্তার হোসেন ,এএস.আই আবু বকর সিদ্দিক প্রমুখ! পরে এবিষয়ে চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান মাননীয় পুলিশ সুপার সিরাজগন্জ মহোদয়ের নির্দেশে মাদক বিরুধী অভিযানের অংশ হিসেবে চৌহালী থানার খাষপুকুরিয়া ইউনিয়নের মোকার ভাঙ্গা ও দেওয়ান গন্জে মাদক বিরুধী ,মাদকের কুফল বিষয়ে আলোচনা করা হয়েছে এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।