চৌহালী/এনায়েতপুর

চৌহালীর ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ওহেদা খাতুন

মোঃ ইমরান হোসেন আপন

যে খানে বাল্যবিবাহ সেই খানেই চৌহালী ইউএনও
সিরাজগঞ্জের চৌহালীতে শুক্রবার মোছাঃ ওহেদা খাতুন (১৩) ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল। সে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হিজুলিয়া চরের মোঃ ওহেদ আলীর এর মেয়ে। মোছাঃ ওহেদা খাতুন এর বর চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের খাসদেলদারপুর চরের মোঃ আশরাফ আলী ফকির এর ছেলে মোঃ রুবেল (১৮) তার সাথে কনের বাড়ীতে কনের বিয়ের আয়োজন চলছিল।

এখবর ইউএনও জানার সাথে সাথে সঙ্গে পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। বর এবং কনে পক্ষ বরের ২১ বছর ও কনের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা বলে মুসলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়। উক্ত বাল্যবিবাহ বন্ধে ইউএনও কে সহযোগিতা করেছেন চৌহালী থানার এএসআই মোঃ শাহ আলম ও উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী শফিউদ্দিন প্রমুখ৷