চৌহালী/এনায়েতপুর

চৌহালীর আরমাশুকা সঃ-প্রাঃ-বিঃ প্রধান শিক্ষক সালাউদ্দিনের অবহেলায় শিশু শ্রেনীর ছাত্র সাকিব আহত৷

চৌহালী প্রতিনিধি :ইমরান হোসেন আপন

সিরাজগঞ্জের চৌহালীর উপজেলার রেহাইপুকুরিয়া গ্রামের নুরআলমের ছেলে সাকিবুল হাসান(৭) আহত হয়েছে ৷সে আরমাশুকা
সঃ-প্রাঃ-বিঃ শিশু শ্রেনীর ছাত্র ৷যমুনার ভাঙ্গনে মুখে পড়েছে আরমাশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় যার ফলে জীবনের ঝুকি নিয়ে স্কুলে লেখাপড়া করছে কমলমতি শিশুরা ৷সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের বেহালবস্থা প্রত্যক্ষ দোষীরা জানান স্কুল সময়ে শিশু শ্রেনীর ছাত্র সাকিব খেলা করছে হঠাৎ স্কুলের বারিন্দায় গ্রিল পড়ে আহত হয় সাকিব৷ পরে স্কুলের আশেপাশের লোকজন তাহাকে উদ্বার করে দেওয়ানগঞ্জ বাজারে এক ঔষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেয় ৷পরে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

তবে ঘটনার পর থেকেই স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন কে পাওয়া যায়নি এবং তাহার ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে 01711457255৷ এলাকাবাসি জানায় স্কুল টি নদীতে বিলিন হওয়ার আগেই নিলাম হওয়ার কথা ছিলো তাই স্কুলের সব জানালো দরজা খুলে ফেলে। নিলাম না হওয়ায় কিছু দিয়ে না বেধে এমনিতেই বসিয়ে রেখেছিলো জানালা গুলো । হঠাৎ শিশুটির মাথার উপর পড়ে মাথা ফেটে দুই ফাগ হয়ে যায়।